পুলিশ সূত্রে জানা গেছে, বনগাঁর শক্তিগড়ের বাসিন্দা সুস্মিতা ঘোষ (২০)। ছোটবেলা থেকেই তিনি বনগাঁর শক্তিগড়ের বাসিন্দা মামা সঞ্জয় ভদ্রের বাড়িতে থাকতেন। গোবরডাঙা হিন্দু কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন সুস্মিতা।
পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে মামাবাড়ি শক্তিগড় থেকে সাইকেলে করে গোবরডাঙা কলেজে যাওয়ার উদ্দেশ্যে সাইকেলে করে রওনা হন তিনি। বনগাঁ স্টেশন রোডে ওঠার পর আচমকাই এক ট্রাক তাকে ধাক্কা মারে।
ট্রাকের ধাক্কায় জখম হয়ে রাস্তার উপর লুটিয়ে পড়েন সুস্মিতা। স্থানীয়রাই এরপর তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সুস্মিতার মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তার বাবা মা সহ পরিবারের সবাই। তৃতীয় বর্ষের এই ছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে ঘাতক ট্রাকটিকে আটক করে বনগাঁ থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন