সমকালীন প্রতিবেদন : উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণ জ্ঞাপন বিভাগের উদ্যোগে পক্ষকাল ব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন দিনে ছাত্রছাত্রীদের হাতেকলমে কাজ শেখানো হচ্ছে।
প্রশিক্ষণের অঙ্গ হিসেবে ব্যারাকপুরের গান্ধী সংগ্রহশালা থেকে শুরু করে নৈহাটির ঋষি বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র, নদীয়ার গয়েশপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন চা বাগান সহ বেশ কয়েকটি স্থানকে চিহ্নিত করা হয়েছে।
হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক ড: নয়ন সরকার জানিয়েছেন, সেখান থেকে ছাত্রছাত্রীরা পাশ করে যাতে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাজের সুযোগ পায় সেজন্য তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন