সমকালীন প্রতিবেদন : মতুয়াদের ধর্মগুরুকে অসম্মান করা হয়েছে, এই অভিযোগ তুলে মতুয়াদের আন্দোলন এখনও জারি রয়েছে। সোমবার আন্তর্জাতিক মতুয়া পরিষদের পক্ষ থেকে গাইঘাটা থানার সামনে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
সম্প্রতি মালদার একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ–গুরুচাঁদ ঠাকুরের ভুল নাম উচ্চারণ করেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পরপরই সারা ভারত মতুয়া মহা সংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই দাবিতে এরপর রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদস্বরূপ পথে নামের মতুয়ারা।
সোমবার সেই দাবিকে সামনে রেখেই আন্তর্জাতিক মতুয়া পরিষদের পক্ষ থেকে যশোর রোড অবরোধ করে রাখা হয়। আন্দোলনকারীদের দাবি, নিজের বক্তব্যের ভুল শিকার করে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। না হলে মতুয়ারা আগামীদিনে নবান্ন অভিযানে সামিল হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন