সৌদীপ ভট্টাচার্য : বারাসত জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে শেষ হাসি হাসলেন বাম–কংগ্রেস জোটের প্রার্থীরা। ১৩ টি আসনের মধ্যে বাম–কংগ্রেস জোট পায় ৭ টি এবং তৃণমূল কংগ্রেস পায় ৬ টি আসন।
৩১ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ১৯০২ জন। যদিও ভোট দান করেন ১৫২৩ জন। শনিবার ছিল গণনা। এদিন গণনা শেষে দেখা যায়, ৭ টি আসনে জয়ী হয়েছেন বাম–কংগ্রেস জোটের প্রার্থীরা।
তবে গতবার বাম–কংগ্রেস জোট ৮ টি আসন পেয়েছিল। আর এবার ১ টি আসন কমে গেছে। আর সেই আসনটি কমে তৃণমূল কংগ্রেসের দিকে চলে গেছে। যদিও তৃণমূলের শাসনকালে বাম–কংগ্রেস জোটের এই জয় বড় সাফল্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বারাসত বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক তারক মুখার্জি আগামীদিনেও জোটের উপর ভরসা রাখছেন। তিনি জানালেন, বাম এবং কংগ্রেস জোটবদ্ধভাবে লড়াই করায় গতবারের মতো এবারেও সাফল্য মিলেছে। এই জোট রাজ্যের এবং কেন্দ্রের বর্তমান শাসক দলে ধাক্কা দিতে সমর্থ হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন