Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

সরকারি অর্থ তছরুপের অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক

 

Head-teacher-arrested

শম্পা গুপ্ত : স্কুলের উন্নয়নে বরাদ্দ সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ উঠলো এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল প্রধান শিক্ষককে।

পুরুলিয়া জেলার মানবাজার ব্লকের মানবাজার ১ সার্কেলের বনমহড়া প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানের জন্য স্কুল শিক্ষা দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছিল প্রায় ২০ লাখ টাকা। কিন্তু বিদ্যালয়ের এক সহ শিক্ষকের সই জাল করে সেই টাকা লোপাট করার অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিংকু সিংহের অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে প্রধান শিক্ষক প্রণব মণ্ডল গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। 

যদিও ওই শিক্ষকের দাবি, তার মেয়ের শরীর অসুস্থ থাকায় তিনি চিকিৎসার জন্য টাকাটি তুলেছিলেন। অভিযুক্ত প্রধান শিক্ষক তৃণমূল শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ সিপিএমের। যদিও এই অভিযোগ মানতে চাননি তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের নেতা বিমল মাহাতো। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন