Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

নতুন মিস ইউনিভার্স আমেরিকার আর বনি গাবরিয়েল

 

The-new-Miss-Universe

দেবাশীষ গোস্বামী : ২০২৩ সালের মিস ইউনিভার্স হলেন আমেরিকার আর বনি গাবরিয়েল। গতকাল আমেরিকার লুইসিয়ানা প্রদেশের নিউ অরলিন্স শহরে অনুষ্ঠিত হয়  ৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। 

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মোট ৮২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিযোগিতায় ভারতের  প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন কর্নাটকের দিভিতা রাই।  

তিনি সেমিফাইনাল অর্থাৎ শেষ ১৬  পৌঁছলেও শেষ ৫ জন প্রতিযোগী হিসেবে ফাইনালে উঠতে ব্যর্থ হন। ফাইনালে ওঠে ভেনিজুয়েলা, মার্কিন যুক্তরাষ্ট্র, কুরাকাও, পুয়েরতোরিকো ও ডোমেনিয়া রিপাবলিকের প্রতিযোগীরা। 

শেষে জু্রিদের বিচারে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হন মার্কিন যুক্তরাষ্ট্রের আর বনি গাবরিয়েল। দ্বিতীয় স্থান লাভ করেন ভেনিজুয়েলার প্রতিযোগী ডায়না সিলডা এবং তৃতীয় স্থান অধিকার করে ডোমিনিয়া রিপাবলিকের প্রতিযোগী অ্যামিপেনা। 

প্রতিযোগিতার শেষে মিস ইউনিভার্স আর বনি গ্যাব্রিয়ের মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স ভারতের হারনাজ সিন্ধু।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন