সমকালীন প্রতিবেদন : আইএনটিটিইউসি এর বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে শনিবার শ্রমিক এবং দরিদ্র মানুষদের জন্য শীতবস্ত্র প্রদানের আয়োজন করা হল। বনগাঁর খেলাঘর ময়দানে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি নারায়ন ঘোষ, জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস, পুরপ্রধান গোপাল শেঠ সহ অন্যান্যরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির নেতারা রক্তগঙ্গা বৈইয়ে দেওয়ার কথা বলেন অর্থাৎ ওরা রক্ত নেওয়ার কথা বলে। আর তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীরা মানুষের জন্য রক্ত দেওয়ার কথা বলেন। এখানেই বিজেপির সঙ্গে তৃণমূলের পার্থক্য।'
এদিন তিনি আরও বলেন, 'আসানসোলে বিজেপির উদ্যোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কিছু মানুষকে বস্ত্র দিতে গিয়ে ৩ জন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিল। আর আজ এখানে আইএনটিটিইউসির উদ্যোগে হাজার হাজার মানুষের হাতে সুসৃঙ্খলভাবে শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে।'
সাংগঠনিক জেলার অর্ন্তগত এলাকার শ্রমিক এবং দরিদ্র মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য আগে থেকেই স্লিপ পৌঁছে দেওয়া হয়েছিল। দূর থেকে তাঁদের আসার জন্য এদিন বাসের ব্যবস্থাও করা হয়েছিল। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন মোট ৮ হাজার শীতবস্ত্র প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন