Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

আর্থিক অনিয়মের অভিযোগে বনগাঁ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

 ‌

Protest-against-principal

সমকালীন প্রতিবেদন : ‌প্লাটিনাম জুবিলির অনুষ্ঠান শুরুর আগের দিন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের হাতে ঘেরাও হলেন কলেজের অধ্যক্ষ। আর্থিক অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হল। সোমবার বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ৩১ জানুয়ারি, মঙ্গলবার যাকজমক উৎসবের আয়োজন করেছে বনগাঁ কলেজ কর্তৃপক্ষ। আর ঠিক তার আগের দিন কলেজে বিক্ষোভে ফেটে পরলেন এই কলেজেরই তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সদস্যরা।

তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজেশ দে এর অভিযোগ, 'কলেজের ৭৫ বর্ষ পূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে আর্থিক অনিয়ম করছেন কলেজের অধ্যক্ষ।'‌

তাঁর আরও অভিযোগ, 'শুধু এদিনের ঘটনা নয়, এর আগেও কলেজ উন্নয়নের তহবিলের টাকা নয়ছয় করা হয়েছে। সেই তহবিলের টাকার হিসেব চাওয়া হলে অধ্যক্ষ তার হিসেব দিতে চান না। এদিন তাঁরা দাবি করেন, হিসেব না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।'

বনগাঁ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পমিত ঘোষের অভিযোগ, '‌তৃণমূল ছাত্র পরিষদকে বদনাম করার চেষ্টা করছেন কলেজের অধ্যক্ষ। আগামীকাল কলেজের যে মিলন উৎসব, সেই উৎসবের টাকা তছরুপ করেছেন অধ্যক্ষ।' 

এদিন কলেজ চত্ত্বরে অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। আর্থিক অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়ে এব্যাপারে বনগাঁ কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষের দাবি, '‌কলেজের উৎসবের আয়োজন নিয়ে কমিটি গড়ে তাদের সঙ্গে আলোচনা করে সমস্ত কাজ করা হচ্ছে।'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন