Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

গোপালনগরের জনসভায় ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী

Meenakshi-Mukherjee

সমকালীন প্রতিবেদন : ‌'পঞ্চায়েত নির্বাচনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্যরা লাল ঝান্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে মনোনয়নপ্ত্র জমা দেওয়াবেন। কেউ ট্যা ফোঁ করতে এলে টেঙরি খুলে দেওয়া হবে।' প্রকাশ্য জনসভায় এভাবেই হুঁশিয়ারি দিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী।

বুধবার উত্তর ২৪ পরগনার গোপালনগর হাইস্কুলের মাঠে ডিওয়াইএফআই এর ডাকে একটি প্রকাশ্য জন সমাবেশের আয়োজন করা হয়। সেখানে মীনাক্ষী মুখার্জী ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সপ্তর্ষি দেব, জেলা সভাপতি সফিকুল সরদার সহ অন্যান্যরা।


বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সম্পাদিকা কটাক্ষের সুরে বলেন, জেলে বসেই এবারের সরস্বতী পুজোর ফিতে কাটবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আর সেখানে পুরোহিতের অভাব হবে না। কারণ, সেখানে মানিক এবং সুবীরেশ– এই দুই ভট্টাচার্য রয়েছেন। 


এদিন বনগাঁ থেকে যুব ফেডারেশনের কর্মীরা বাইক মিছিল করে সভা স্থলে নিয়ে যান মীনাক্ষী মুখার্জীকে। তাঁর বক্তব্যের পাল্টা সমালোচনা করে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, '৩৪ বছরের রাজ্যত্বে সিপিএম কি কি করেছে, তা মনে করে রাখুক।'‌







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন