সমকালীন প্রতিবেদন : বিক্ষোভ সভা করতে এসে বিডিওকে প্রচ্ছন্ন হুমকি এবং পুলিশকে গাছে বেঁধে মারার নিদান দিলেন বিজেপি বিধায়ক। স্বাভাবিকভাবেই এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। সোমবার বনগাঁ ব্লক উন্নয়ন দপ্তরের সামনে একটি বিক্ষোভ সভা থেকে প্রকাশ্যে এই মন্তব্য উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বঞ্চিত হচ্ছেন অনেক দরিদ্র মানুষ। পাকা বাড়ি আছে, এমন মানুষের নাম এসেছে তালিকায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বনগাঁ ব্লকেও এই অভিযোগ উঠে এসেছে। আর তারই প্রতিবাদে এদিন বনগাঁ ব্লক উন্নয়ন দপ্তরের প্রবেশপথে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিজেপি।
এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বনগাঁ দক্ষিনের বিধায়ক স্বপন মজুমদার বলেন, 'বনগাঁর বিডিও তৃণমূলের হয়ে কাজ করছেন। আগামী দিনে তাঁকে বিজেপি পরিচালিত সরকারের অধীনে কাজ করতে হবে। তখন তাঁকে ছাড়া হবে না। আর পুলিশ যে কাজ করছে, তাতে আগামীদিনে সাধারণ মানুষ পুলিশকে গাছে বেঁধে মারবে।'
তিনি আরও বলেন, 'বিডিও যদি সঠিকভাবে কাজ না করেন, তাহলে বিডিওর ঘরের দরজা ভেঙে গণধোলাই দেওয়া হবে। তৃণমূলের কেউ ঠেকাতে আসবে না। আর তৃণমূলের যে নেতারা অন্যায় করবে, তাদের বিরুদ্ধে চেলা কাঠ ধরুন।'
বিজেপি বিধায়কের এই বক্তব্যকে নিন্দা করে তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'একজন বিধায়কের কি বলা উচিৎ, কি করা উচিৎ, এটা ওরা জানে না। এটা শিখতে ওদের আরও ১০০ বছর লাগবে।'
এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম না থাকা দরিদ্র গামবাসীরা তালিকায় নাম তোলার জন্য বনগাঁ বিডিও অফিসে এসে নতুন করে কাগজপত্র জমা দিয়ে গেলেন। সেখানে তাঁরা নিজেদের ক্ষোভ উগড়ে দেন। তাঁরা
বিজেপির এদিনের কর্মসূচিতে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া, জেলা সভাপতি রামপদ দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন