Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

হাবড়া হাসপাতালে ‌পিস হেভেন উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Peace-Heaven-at-Habra-Hospital

সমকালীন প্রতিবেদন : বিশেষ ক্ষেত্রে মৃতদেহ কিছুদিনের জন্য সংরক্ষণ করে রাখার উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চালু হল পিস হেভেন। 

রবিবার নারকেল ফাটিয়ে, ফিতে কেটে এই ব্যবস্থার উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, হাবড়া পুরসভার প্রধান নারায়ণ সাহা, হাসপাতাল সুপার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

জানা গেছে, ২১ লক্ষ টাকা ব্যয়ে এই পিস হেভেনটি চালু করা সম্ভব হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এই আর্থিক সহযোগিতা করেছে। নতুন এই পিস হেভেনে ৪ টি মৃতদেহ রাখার ব্যবস্থা থাকছে। উদ্বোধনের পর দুই মন্ত্রী এবং অতিথিদের নতুন এই ব্যবস্থা ঘুরে দেখান হাসপাতাল সুপার।

এব্যাপারে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অনেক ক্ষেত্রে দেখা যায়, সন্তানেরা কাজের সূত্রে দূর দেশে থাকেন। বাবা বা মায়ের মৃত্যুর পর তাঁদের মুখটি শেষবারের জন্য একবার দেখতে চান সন্তানেরা। কিন্তু পরিস্থিতির কারণে সঙ্গে সঙ্গে তাঁরা বাড়িতে এসে পৌঁছাতে পারেন না।

এইসময়টুকু যাতে সেই মৃতদেহ সযত্নে রেখে দেওয়া সম্ভব হয়, তারজন্যই এই পিস হেভেনের ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া, অন্যক্ষেত্রেও যখন মৃতদেহ কিছুদিন রেখে দেওয়ার প্রয়োজন হবে, তখন এই ব্যবস্থাকে কাজে লাগানো যাবে। শুধু হাবড়া নয়, আশপাশ এলাকার মানুষও বিশেষ প্রয়োজনে এর সুবিধা পাবেন।‌

জেলার হাসপাতালগুলি থেকে কলকাতার মেডিকেল কলেজগুলিতে রোগী স্থানান্তরের বিষয়ে সম্প্রতি রাজ্য সরকার কড়া পদক্ষেপ করেছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'জেলা থেকে কলকাতার হাসপাতালে রোগী স্থানান্তরের বিষয়টি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এক্ষেত্রে সবসময় চিকিৎসক‌দের দোষ দেওয়া যায় না। বিষয়টি স্বাস্থ্য ভবন থেকে মনিটরিং করা হয়।'

তিনি আরও বলেন, '‌২০১১ সালে রাজ্যে মেডিকেল পড়ুয়াদের জন্য আসন সংখ্যা ছিল ১৩৫৫ টি। তৃণমূলের আমলে সেই সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ৪৬৫০ টিতে। মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে ভালো স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন।' 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন