Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

আহত ভিক্ষুকের পকেটে মিললো লক্ষ লক্ষ টাকা

 

Lakhs-of-rupees-in-the-beggar-pocket

সমকালীন প্রতিবেদন : ‌দুর্ঘটনায় আহত হওয়ার পর আহত ব্যক্তির পরিচয় জানতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। মধ্য বয়সের ওই ভিক্ষুখের পকেট থেকে বের হলো ২ হাজার টাকার একাধিক বান্ডিল। একজন ভিক্ষুকের কাছে কি করে এতো টাকা এতো, তা নিয়ে দ্বিধায় পরেছেন পুলিশ কর্তারা।

জানা গেছে, উত্তরপ্রদেশের গোরক্ষপুরের পিপরাইচ এলাকার বাসিন্দা বছর ৫০ বয়সের শরীফ বাউঙ্কের পেশা ভিক্ষাবৃত্তি। বধির শরীফ বাউঙ্ক রাস্তায় দুর্ঘটনার কবলে পরেন। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। পরিচয় জানার জন্য তার পকেট থেকে কোনও কাগজপত্র পাওয়া যায় কি না, তার চেষ্টা করেন পুলিশ কর্মীরা।

আর তখনই চমকে ওঠেন পুলিশ কর্মীরা। তার পকেট থেকে একের পর এক ২ হাজার টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়। সব মিলিয়ে আহত ভিক্ষুকের পকেট থেকে ৩ লক্ষ ৬৪ হাজার টাকা উদ্ধার হয়েছে। পুলিশ মনে করছে, এই টাকা তার ভিক্ষালব্ধ টাকা। 


ইতিমধ্যেই আহত ভিক্ষুককে স্থানীয় বিআরডি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার পা ভেঙে গেছে। আপাতত ওই হাসপাতালেই তার চিকিৎসা চলছে। ওই ভিক্ষুকের কাছে এতো টাকা কোথা থেকে এলো, তা জানার চেষ্টা করছে পুলিশ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন