সমকালীন প্রতিবেদন : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, বছর দেড়েক ধরে বাগদার উত্তর কুলবেড়িয়া এলাকার বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক বাগদারই ঝিকরা এলাকার যুবক অভিষেক বিশ্বাস নামে এক যুবকের। শুক্রবার ওই যুবতী বাগদা থানায় তার প্রেমিক অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে জানান যে, অভিষেক তাঁকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়।
আর অভিষেকের সেই প্রতিশ্রুতির উপর বিশ্বাস করে তার সঙ্গে একাধিকবার শারীররিক সম্পর্ক করেন ওই যুবতী। কিন্তু ১ ডিসেম্বর ওই যুবতী তাঁকে বিয়ে করার জন্য অভিষেককে বললে অভিষেক তাঁকে বিয়ে করবে না বলে জানায়।
ওই যুবতীর আরও অভিযোগ, শুধু বিয়ে করতে অস্বীকার করা নয়, তাঁকে মারধোরও করা হয়। এই ঘটনার পর ওই যুবতীপরদিন বাগদা থানায় গিয়ে অভিষেকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে রবিবার বনগাঁ আদালতে পাঠায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন