Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

শবর পরিবারের মহিলাদের হস্তশিল্পের প্রশিক্ষণ

 ‌

Handicraft-training-for-women

শম্পা গুপ্ত : ‌বাবুই ঘাসকে কাজে লাগিয়ে হস্তশিল্প দ্রব্য তৈরি করে স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হল। উদ্যোক্তা মে আই হেল্প ইউ গ্রুপ। পরিচালনায় নেহেরু যুবকেন্দ্র। এব্যাপারে সরকারিভাবে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্যের প্রত্যন্ত জেলা পুরুলিয়া জেলার পড়‍্যাশা শবরপাড়া এলাকার ২৫ জন শবর মহিলাকে বেছে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সমাজের পিছিয়ে পরা এই পরিবারগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব‍্য রাখতে গিয়ে মানবাজারের মহকুমা শাসক অনুজ প্রতাপ সিংহ আশা প্রকাশ করেন, আদিম জনজাতির মহিলাদের সাবলম্বী করতে এই উদ‍্যোগ যথেষ্ট ফলপ্রসু হবে। আর সেই উদ্দেশ্যেই এই আয়োজন।


শিবিরে ডিএমডিসি মনোজিৎ বসু, বান্দোয়ানের বিডিও কাসিফ সাবির, মে আই হেল্প ইউ গ্রুপের পক্ষে অমিতাভ মিশ্র, জগন্নাথ মাহান্তী, পার্থসারথী মহান্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্তিত ছিলেন। জেলা যুব আধিকারিক মাধুরী টোপ্পো জানিয়েছেন, ২৭ মার্চ পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির চলবে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন