Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

৪১ দিনের বিশেষ সাইকেল র‌্যালি বিএসএফের

 ‌

Bicycle-rally

সমকালীন প্রতিবেদন : সীমান্ত এলাকার মানুষকে মাদক এবং অন্যান্য পাচার সম্পর্কে সতর্ক করতে, সীমান্ত এলাকার মানুষের মধ্যে দেশভক্তি আরও বেশি করে জাগিয়ে তুলতে এবং সীমান্ত এলাকার যুবক–যুবতীদেরকে ভারতীয় আধা সেনা বাহিনীতে যোগদানের বিষয়ে আগ্রহী করে তুলতে বিশেষ সাইকেল যাত্রার সূচনা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।

ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে অসম, মেঘালয় হয়ে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলা ঘুরে ৩৯ দিনের মাথায় ২২৩৭ কিলোমিটার পথ অতিক্রম করে আজ, শুক্রবার হরিদাসপুর বিএসএফ আউটপোস্টে এসে পৌঁছায় এই সাইকেল র‌্যালি।


এই র‍্যালিতে মোট ১৯ জন বিএসএফ জওয়ান অংশগ্রহণ করেছেন। এদিন এই র‌্যালি সীমান্তে এসে পৌঁছাতেই স্থানীয় স্কুল ছাত্রীদের মাধ্যমে বিএসএফের পক্ষ থেকে তাঁদেরকে স্বাগত জানানো হয়। এদিন স্কুলের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেয়।


বিএসএফ সূত্রে জানা গেছে, দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষ উৎযাপন উপলক্ষ্যে এই সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে। মোট ৪১ দিনে ২৩৩১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এই র‌্যালি শেষ হবে।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন