সমকালীন প্রতিবেদন : ভিন রাজ্য থেকে ডাকাতি করতে এসে পুলিশের হাতে ধরা পরল ৫ ডাকাত। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারযোগ্য বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, হাবরা স্টেশন মোড় এলাকায় একটি সোনার দোকানের পেছনে ডাকাতির উদ্দেশ্যে বেশ কয়েকজন জড়ো হয়েছে। রবিবার রাতে হাবরা থানার পুলিশ গোপন সূত্রে এই খবর পেয়ে সেখানে হানা দেয়। আর তখনই পুলিশের হাতে ধরা পরে ৫ দুষ্কৃতী।
ধৃত দুষ্কৃতীদের নাম হরিশ চারপোটা, বিকাশ দামর, সুরজ চারপোটা, নিতীশ চারপোটা এবং হরিশ নিনামা। ধৃতদের বাড়ি রাজস্থান জেলায়। তাদের কাছ থেকে একটি গ্যাস কার্টার এবং একটি অক্সিজেন সিলিন্ডার। ধৃতদের সোমবার বারাসত আদালতে তোলা হয়।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, ধৃত পাঁচজনের ভেতরে একজন ঘটনার দুদিন আগে ঘটনাস্থলে এসে এলাকায় রেইকি করে গেছে। হাবড়ায় সাম্প্রতিককালে যে সমস্ত চুরির ঘটনা ঘটেছে, সেইসব ঘটনার সঙ্গে ধৃতরা যুক্ত ছিল কি না, পুলিশ তা তদন্ত করে দেখছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন