শম্পা গুপ্ত : রেল সুরক্ষা বাহিনীর তৎপরতায় হারিয়ে যাওয়া ব্যাগ এবং ব্যাগের ভেতরে থাকা মোবাইল, টাকা সহ বিভিন্ন সামগ্রী ফিরে পেলেন এক মহিলা। এই ঘটনা পুরুলিয়ার রেল সুরক্ষা বাহিনীর।
পুরুলিয়ার আরপিএফ এর আধিকারিক ঋষিকেশ মিনা জানিয়েছেন, গত ২৬ অক্টোবর পুরুলিয়া স্টেশনে টিটি একটি গোলাপী রঙের ব্যাগ ট্রেন থেকে কুড়িয়ে পেয়ে আরপিএফ এর কাছে জমা দেন।
ওই ব্যাগের মধ্যে দুটি মোবাইল, বেশ কিছু টাকা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকায় আরপিএফ কর্তৃপক্ষ খোঁজ খবর শুরু করে। যে মোবাইলগুলি ছিল, সেগুলি থেকেই ফোন করে তারা জানতে পারেন যে, ওই ব্যাগটি টাটানগরের বাসিন্দা শোভা কুমারীর।
ট্রেনে করে যাবার সময় তাঁর ব্যাগটি খোয়া যায়। এরপর আরপিএফের পক্ষ থেকে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করে তাকে পুরুলিয়া এসে ব্যাগ নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়।
সেইমতো আজ, সোমবার পুরুলিয়া স্টেশনে আসেন শোভাদেবী। তিনি আরপিএফ কর্তৃপক্ষকে নির্দিষ্ট প্রমাণ দেন। আর তারপর হারিয়ে যাওয়া সমস্ত সামগ্রী সমেত ওই ব্যাগটি তাঁর হাতে তুলে দেওয়া হয়। খোয়া যাওয়া সামগ্রী ফিরে পেয়ে আরপিএফকে ধন্যবাদ জানান ওই মহিলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন