শম্পা গুপ্ত : সুপার স্পেশালিটি হাসপাতালের পাশাপাশি ১০০ শয্যার দুটি কোভিড হাসপাতাল তৈরি হচ্ছে। রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় এই নতুন হাসপাতাল ভবন তৈরি হচ্ছে পুরুলিয়া জেলার ঝালদা ও রঘুনাথপুর মহকুমায়।
বুধবার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাশে ১০০ শয্যা বিশিষ্ট প্রস্তাবিত নতুন কোভিড হাসপাতাল নির্মানের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। এদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া নতুন এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নতুন এই হাসপাতাল ভবন তৈরি হলে আগামীদিনে এলাকায় নতুন করে কোভিডের প্রাদুর্ভাব ঘটলে আক্রান্তদের চিকিৎসার মাধ্যমে সহজে তা মোকাবিলা করা সম্ভব হবে।
ভিত্তিস্থাপন করার পর এব্যাপারে সৌমেন বেলথরিয়া জানান, রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগের কাজ চলছে। আগামীদিনে স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা অনেকটাই মিটে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন