সমকালীন প্রতিবেদন : ব্যাগে করে বোমা নিয়ে যাওয়ার সময় সেই বোমা ফেঁটে জখম হল এক দুষ্কৃতী। যদিও ঘটনার পর থেকে পলাতক সে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার আফজারনগর এলাকায় এই বোমা বিষ্ফোরনের ঘটনা ঘটে। এদিন দেগঙ্গার বাসিন্দা ফকির মোল্লা নামে এক দুষ্কৃতী মোটর সাইকেলে করে বোমা নিয়ে যাচ্ছিল।
মোটর সাইকেলে একটি ব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছিল ওই দুষ্কৃতী। আর তখনই আচমকা প্রচন্ড শব্দে বোমা ফেঁটে যায়। আর তাতেই ওই দুষ্কৃতীর হাত উড়ে যায় বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন।
বোমার শব্দে আতঙ্কিত হয়ে পরেন এলাকার মানুষ। তাঁরা ছুটে এসে দেখেন, এক দুষ্কৃতীর হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ধরা পরে যাওয়ার ভয়ে বোমার ব্যাগ ফেলে মোটর সাইকেল চালিয়ে এলাকা ছেড়ে পালায় ওই দুষ্কৃতী।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাটিয়া থানার পুলিশ। ওই দুষ্কৃতী কি উদ্দেশ্যে, কোথায় এই বোমাগুলি নিয়ে যাচ্ছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন