শম্পা গুপ্ত : কর্মসংস্থানের লক্ষ্যে সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে বসলো মেগা জব ফেয়ার। এই মেলার আয়োজন হলো পুরুলিয়ার মানবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজে। মোট ১৭ টি সংস্থার প্রতিনিধিরা এই মেলায় যোগদান করেন।
মানবাজার সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এবং মানবাজার মহকুমা প্রশাসনের সহযোগিতায় শিক্ষিত বেকার যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে আজ আইটিআই কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত হল এই মেগা মেলা।
শুধু পুরুলিয়া জেলা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পাশাপাশি আইটিআই, পলিটেকনিক পাস করা প্রায় দুই হাজার চাকরিপ্রার্থী এই জব ফেয়ারে অংশগ্রহণ করেন। এদিন এই মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান অরিত্রম চট্টোপাধ্যায়।
এদিন প্রত্যেক চাকরিপ্রার্থী তিনটি করে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান। মেলায় উপস্থিত কোম্পানির প্রতিনিধিদের এদিন কলেজ কর্তৃপক্ষের তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই জব ফেয়ার নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন