Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৫ নভেম্বর, ২০২২

গাছে চড়ে বসলো বিশালাকার অজগর সাপ

Giant-python-snake

শম্পা গুপ্ত : ‌গাছের মাথার চড়ে বসলো একটি বিশালাকার অজগর সাপ। আর তাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো গ্রামবাসীদের মধ্যে। সেই সাপকে নামাতে হিমশিম খেতে হল বনদপ্তরকে। দীর্ঘ সময়ের চেষ্টা সাপটিকে বস্তাবন্দি করা সম্ভব হল।

শনিবার সকালে পুরুলিয়ার লাগদা গ্রামের গ্রামবাসীরা দেখতে পান, একটি বিশাল অজগর সাপ বেলগাছে পেঁচিয়ে উঠে পরে। সাপটি প্রায় সাত ফুট লম্বা। এমন দৃশ্য দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। এই খবর ছড়িয়ে পরতেই এলাকায় ভিড় জমান প্রচুর মানুষ।


গ্রামবাসীদের মাধ্যমেই খবর যায় বনদপ্তরে। ঘটনাস্থলে হাজির হয়ে সাপটিকে বস্তাবন্দি করতে হিমশিম খেতে হয় বনদপ্তরের কর্মীদের। প্রথমদিকে সাপটিকে গাছ থেকে নামানোর ক্ষেত্রে সমস্যা হওয়ায় গাছের একটি ডাল কেটে ফেলতে হয়।


ডালটি নিচে পরার সঙ্গে সঙ্গে বনকর্মীরা তাঁদের সঙ্গে আনা যন্ত্রাংশ দিয়ে সাপটিকে ধরে একটি বস্তার মধ্যে ভরে ফেলেন। পরে সাপটিকে সুরুলিয়া মিনি জু–তে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সাপটি কিভাবে ওই এলাকায় এলো, তা বুঝতে পারছেন না স্থানীয়রা।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন