সমকালীন প্রতিবেদন : ভালোবাসা দেশ মানে না, সীমানা মানে না। আর সেই ভালোবাসার টানেই প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার পথ পেরিয়ে বেলজিয়াম থেকে ভারতে ছুটে এলেন বিদেশি প্রেমিকা। বিয়ে করলেন ভারতীয় প্রেমিককে।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পরিণতি পেল তাঁদের এই সম্পর্ক। দীর্ঘ অপেক্ষার পর এই দুই যুবক-যুবতী বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারায় নিজেদের পাশাপাশি খুশি দুজনের পরিবারই। সোশ্যাল মিডিয়ায় তাদের এই সম্পর্কের কথা জানাজানি হতেই হইচই পড়ে গেছে।
বছর চারেক আগে বেলজিয়াম থেকে সপরিবারে ভারতে বেড়াতে এসেছিলেন সেখানকার সমাজকর্মী ক্যামিল নামে এক যুবতী। ভারতের কর্নাটকে এসে বিশেষ একটি সমস্যায় পড়ে যান তাঁরা।
আর তখনই তাঁদের পাশে এসে দাঁড়ান কর্নাটকের বিজয়নগরের বাসিন্দা, পেশায় অটোচালক এবং গাইড অনন্তরাজু। রাজুর সততায় মুগ্ধ হন কামিলের পরিবার। পাশাপাশি তখন থেকেই অনন্তরাজুর প্রেমে পড়ে যান ক্যামিল।
বেলজিয়ামে ফিরে গেলেও সামাজিক মাধ্যমে তাঁদের দুজনের যোগাযোগ অটুট ছিল। করোনার অতিমারি কাটিয়ে অবশেষে দিন দুই আগে বেলজিয়াম থেকে কর্নাটকে ছুটে আসেন ক্যামিল। সেখানকার হাম্পি মন্দিরে তাঁদের দুজনের ভালোবাসা পরিণতি পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন