Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

ডেঙ্গুর আতঙ্ক সীমান্ত শহরে

 

Dengue-scare-in-border-town

সমকালীন প্রতিবেদন : ‌রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ এলাকায় ডেঙ্গু আতঙ্ক তৈরি হয়েছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া সীমান্তপাড়ের এই শহরের মানুষ এখন ডেঙ্গু আতঙ্কে ভুগছেন।


কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙু ছড়িয়ে পরায় চিন্তিত রাজ্য সরকার। ডেঙ্গু মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি স্থানীয় পুরসভা এবং পঞ্চায়েতগুলি তৎপরতা শুরু করেছে। মশাবাহিত এই রোগের আতঙ্কে রাতের ঘুম উড়েছে সাধারণ মানুষের।


হাসনাবাদ শহরটি তুলনায় অনেকটাই পুরনো। আর তাই এই শহরের নিকাশী ব্যবস্থাও সেই পুরনো। ফলে নিকাশী সমস্যা এখানে রয়েই গেছে। সেখানে বর্ষার অতিরিক্ত জল সহ অন্যান্য জম জমে যাচ্ছে। আর তার থেকেই ডেঙ্গুর বাড়বাড়ন্ত বলে মনে করা হচ্ছে।  



জানা গেছে, হাসনাবাদ শহরের কিছু এলাকায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত শুরু হয়েছে। ডেঙ্গুর নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এলাকার বিভিন্ন অংশে মশা মারার তেল স্প্রে করা হচ্ছে। ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার এবং চুন। পরিষ্কার রাখা হচ্ছে ড্রেনগুলিকে। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন