Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২০ নভেম্বর, ২০২২

দিনের টুকিটাকি : ‌২০ নভেম্বর, ২০২২

বিধায়ক কাপ

একঝাক প্রাক্তন ফুটবলারদের নিয়ে প্রস্তুত হচ্ছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিধায়ক কাপ। আয়োজন মধ্যমগ্রাম ফুটবল লাভার্স। মধ্যমগ্রাম বসুনগর খেলার মাঠে আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বিধায়ক কাজ ২০২২। ৮ টি দলের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সহযোগিতায় এলাকার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। ৮ টি দলই কলকাতার। কমিটিতে প্রাক্তন ফুটবলারদের মধ্যে থাকছেন পার্থ চক্রবর্তী, অভিজিৎ রায় চৌধুরী, গৌতম সরকার, মানস ভট্টাচার্য, বিদেশ বোস, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলী, অলোক মুখার্জী, সুমিত মুখার্জী, কৃষ্ণেন্দু রায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, অমিত ভদ্র, কবির বোস, অলক দাস, অমিত দাস, রহিম নবি, মেহতাব হোসেন, বিকাশ পাঁজি, অভিনব গুহ।


খাল সংস্কার

রাজ্যের সেচ দপ্তরের উদ্যোগে ১ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয় সাড়ে চার কিলোমিটার খড়দা খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার তারই আনুষ্ঠানিক সূচনা হলো। উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, খড়দার বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, খড়দার পুরপ্রধান নীল সরকার, পানিহাটির পুরপ্রধান মলয় রায়, টিটাগরের পুরপ্রধান কমলেশ সাউ। ছিলেন সেচ দপ্তরের আধিকারিকেরা। আগামী ছয় মাস ধরে এই খাল সংস্কারের কাজ চলবে বলে জানা গেছে।



জেলা সম্মেলন

তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সম্মেলন মঞ্চে শিক্ষকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। পুরুলিয়া শহরের রবীন্দ্রভবনে রবিবার দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, দুই বিধায়ক রাজীব লোচন সরেন, সুশান্ত মাহাতো, দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো সহ অন্যান্যরা। 



বম্ব স্কোয়াড

বোমা বিষ্ফোরনের ঘটনায় ফরেন্সিক দলের পর বম্ব স্কোয়াডের প্রতিনিধিরাও হাজির হলেন। তাঁরা অভিযুক্তর বাড়িতে ঢুকে বিভিন্ন ঘরে তল্লাশি চালান। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁ থানার চাঁপালী গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামে তৃণমূলের সক্রিয় কর্মী আবুল হোসেনের বাড়িতে শনিবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় সোহানা খাতুন নামে ৮ বছরের এক নাবালিকার মৃত্যু হয়। এদিন ঘটনাস্থলের ছবি তোলা হয়। পাশাপাশি, গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। ইতিমধ্যেই মূল অভিযুক্ত আবুল হোসেন গাইন এবং তার ভাই আবুল সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন