সৌদীপ ভট্টাচার্য : আমানতের টাকা ফেরত সহ একাধিক দাবিতে ফের আন্দোলনে নামলো অল বেঙ্গল চিটফান্ড সাফারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনার বারাসতের ডাক বাংলো মোড়ে রাস্তা অবরোধ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, চিটফান্ড সংক্রান্ত বিষয় নিয়ে ২০১৬ সাল থেকে আন্দোলন চলছে। চিটফান্ড কান্ডে রাজ্যের সাড়ে ৩ কোটি মানুষ ক্ষতিগ্রস্থ। আদালত টাকা ফেরত দেওয়ার কথা বললেও টাকা ফেরতের ব্যবস্থা করা হচ্ছে না।
সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক গৌতম দত্তর অভিযোগ, চিটফান্ড কর্তাদের অনেকেই টাকা ফেরত দেওয়ার কথা বললেও তাদেরকে জেলে আটকে রাখা হচ্ছে। ফলে টাকা ফেরতের ব্যবস্থা হচ্ছে না। সেই কারণে আমানতকারীরা টাকা ফেরত পাচ্ছেন না।
সংগঠনের দাবি, অবিলম্বে বিচার কাজ শেষ করে টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। এজেন্টদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। নিজেদের এইসব দাবির সমর্থনে শুক্রবার বারাসতের ডাক বাংলো মোড়ে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন