Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

সিপিএম বাংলা ভাগের বিরুদ্ধে, দাবি মহ:‌ সেলিমের

 ‌

CPM-is-against-Bengal-division

সমকালীন প্রতিবেদন : 'দিল্লির বিজেপি নেতারা বাংলাকে বিশ্বাস করে না। আর তাই তারা বাংলাকে ভাগ করার চক্রান্ত করেছে। বাংলাকে ছোট ছোট অংশে ভাগ করে তারা সেখানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। তারা মানুষের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা কেন্দ্রীকরণ করতে চাইছে। আর আমরা চাইছি ক্ষমতা বিকেন্দ্রীকরণ।'‌ এমনই অভিযোগ সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিমের।

সারা ভারত খেতমজুর ইউনিয়নের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ডাকে বুধবার বিকেলে গাইঘাটার ঠাকুরনগর খেলার মাঠে একটি জনসভার আয়োজন করা হয়। সেখানে মহম্মদ সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক অমিয় পাত্র সহ অন্যান্য বাম নেতানেত্রীরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকারের নানা দোষ ত্রুটি তুলে ধরেন সেলিম। 

বক্তব্য শেষে সাংবাদিকদের কাছে অভিযোগের সুরে মহ: সেলিম বলেন, '‌যারা একসময় দেশ ভাগ চেয়েছিল, তারাই এখন রাজ্য ভাগ চাইছে। সিপিএম একমাত্র দল, যে রাজ্য ভাগের বিরুদ্ধে। রাজ্য ভাগ করা কোন সমস্যার সমাধান নয়। যেখানে উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়নের জন্য নজর দিতে হবে।'

এদিন তিনি বলেন, 'আরটিআই করে জানতে পেরেছি, রাজ্যের সরকারি কোষাগারের কোন খাতের টাকা কোথায় গেছে, কত মানুষের মজুরি বাকি আছে, কার টাকা কে পেয়েছে।' তিনি অভিযোগ সুরে বলেন,‌ 'তৃণমূল এবং বিজেপির নেতারা একে অপরের বিরুদ্ধে কুকথা বলেই চলেছেন। তারা একে অপরের বিরুদ্ধে কুকথা বলেই বিখ্যাত হয়েছেন। তাদের কাছে ব্যাকরণ বলে কিছু নেই।'


নাগরিকত্ব প্রসঙ্গে এদিন তিনি বলেন, '২০১৯, ২০২০ সালের নির্বাচনের পর আবার পঞ্চায়েত নির্বাচন আসছে‌। আর তাই ফের নাগরিকত্ব দেওয়ার নামে জিগির তোলা হয়েছে। এটা শো পিস করে রাখা ছাড়া আর কিছুই করছে না কেন্দ্র সরকার। রুল ফ্রেম করতে ৬ মাসের বেশি সময় লাগে না। কিন্তু কেন্দ্র সরকারের এত সময় লাগছে কেন ?' 

‌সেলিম বলেন, '১৯৫৫ সালের নাগরিকত্বের যে আইন রয়েছে, তা সংশোধন করার প্রয়োজন হয় না। নতুন করে আইন সংশোধন যা করা হয়েছে, তা এই রাজ্যের বিশেষ করে মতুয়াদের জন্য কেন্দ্র সরকার করেনি।'‌

পঞ্চায়েত নির্বাচনের আগে এদিনের এই সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি দেখে উজ্জীবিত সিপিএম নেতৃত্ব। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের কর্মীদের নতুন করে উজ্জীবিত করতে চাইছে বামেরা। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন