সমকালীন প্রতিবেদন : একই রাতে পর পর ৯ টি বাড়িতে চুরির ঘটনা ঘটলো। তাও আবার একই গ্রামে। বিভিন্ন বাড়ি থেকে সোনার গয়না এবং অন্যান্য সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায়।
জানা গেছে, বাগদার গাদপুকুরিয়া এলাকায় এদিন রাতে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন রাতে পাশের একটি গ্রামে মেলা চলছিল। আর তাই গাদপুকুরিয়া গ্রামের অনেকেই সেই মেলায় যান।
আর সেই সুযোগকে কাজে লাগায় চোরের দল। ফাঁকা বাড়ি পেয়ে ওই গ্রামের ৯ টি বাড়িতে হানা দেয় চোরের দল। কোনও বাড়ি থেকে সোনা, রুপোর গয়না, কোনও বাড়ি থেকে নগদ টাকা, আবার কোনও বাড়ি থেকে সাইকেল এবং অন্যান্য সামগ্রী চুরি করে পালায় চোরের দল।
রাতে মেলা থেকে বাড়ি ফিরতেই চুরির ঘটনা টের পান বাড়ির লোকেরা। এব্যাপারে স্থানীয় নাটাবেড়িয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, কিছুদিন চুরির ঘটনা বন্ধ থাকলেও ফের চোরের দল সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন