দেবাশীষ গোস্বামী : সম্প্রতি কলকাতায় হয়ে গেল চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। বাংলাদেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং কলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের উদ্যোগে ২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।
এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাসান মাহমুদ, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয়, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ সহ চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত গুণীজনেরা।
এবারের এই চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে স্বল্প ও পূর্ণ দৈর্ঘ্য ছবি মিলিয়ে মোট ৩৭ টি ছবি প্রদর্শিত হয়। এই ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– হাওয়া, গুণীন, হাসিনা এ ডটারস টেল, কালবেলা, চিরঞ্জিব মুজিব, পরান, লাল মোরগের ঝুটি, বিউটি সার্কাস ও সার্টেল ট্রেন।
বাংলাদেশের প্রত্যেকটি ছবি দেখে খুবই প্রশংসা করেন কলকাতার দর্শকেরা। তবে বিশেষভাবে প্রশংসিত হয় বাংলাদেশের বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীর হাওয়া ছবিটি। এছাড়াও, পরান ছবিটিও দর্শকদের প্রশংসা পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন