সৌদীপ ভট্টাচার্য : আলোর রোশনাইয়ে ঝলমল করছে উত্তর ২৪ পরগনার বারাসত শহরের রাজপথ। কালীপুজোয় মেতে উঠেছে বারাসত শহর। থিমের প্রতিযোগিতায় একে অন্যকে টক্কর দিতে প্রস্তুত। প্রতিমা দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে এখন থেকেই।
বারাসতের কালিপুজোতে এবার দীপ সম্মান দেওয়ার ব্যবস্থা করেছে আইএমএ এর বঙ্গীয় রাজ্য শাখা, প্রেস ব্যুরো উত্তর ২৪ পরগনা এবং মিডিয়া পার্সন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। রবিবার এই দীপ সম্মান তুলে দেওয়া হল।
এদিন পাইওনিয়ার পার্ক পুজো কমিটির কর্ণধার সমাজসেবী কার্তিক ব্যানার্জী এবং পুজো কমিটির সভাপতি দেবব্রত পালের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।
মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী, বারাসত পুরসভার প্রধান অশনি মুখার্জী, পুলিশ আধিকারিক জয়প্রকাশ পান্ডে, আইএমএ এর রাজ্য শাখার যুগ্ম অর্থসচিব ডাঃ বিবর্তন সাহা সহ বিশিষ্টজনেরা।
নপাড়া কল্যাণ সমিতি এবার ১৬ ফুটের কালীপ্রতিমা উপস্থাপন করেছে। তারজন্য এদিন তাদেরকেও দীপ সম্মান দেওয়া হয়। উল্লেখ্য, এবছর উত্তর ২৪ পরগনা জেলার ১২ টি বিগ বাজেটের পুজোকে দীপ সম্মান দেওয়া হবে।
মধ্যমগ্রামের পুজো কমিটিগুলির মধ্যে এবারে প্রেস ব্যুরো উত্তর ২৪ পরগনা ও আইএমএ এর বিচারে সার্বিক সেরার দীপ সম্মান দেওয়া হচ্ছে মধ্যমগ্রাম মাইকেলনগর নেতাজি সংঘকে। মধ্যমগ্রামের এই পুজোটি রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের পুজো বলেই পরিচিত।
দীপ সম্মান পাওয়ার পর পাইওনিয়ার ক্লাবের পুজো কমিটির সভাপতি ও কাউন্সিলার দেবব্রত পাল জানান, আইএমএ, প্রেস ব্যুরো উত্তর ২৪ পরগনা ও মিডিয়া পার্সন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই দীপ সম্মান নতুনত্বের থিমে পুজো করতে তাদের বাড়তি উৎসাহ যোগাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন