সৌদীপ ভট্টাচার্য : ভোররাতে কাউন্সিলরের বাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায়। কিভাবে এমন ঘটনা ঘটলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, হাবড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রফুল্লনগর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সাহার বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে। তিনি হাবড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।
গত সোমবার পরিবার নিয়ে পুরী বেড়াতে গেছেন বিশ্বজিৎবাবু। বাড়ি ফাঁকাই ছিল। আর সেই অবস্থায় হঠাৎ করেই এদিন ভোররাতে আগুন লাগার ঘটনা টের পান স্থানীয়রা। এরপর দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে।
যদিও ততক্ষণে আগুনে ৩ টি ঘরের আসবাবপত্র, বাইক, ৪ চাকার গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার খবর পেয়ে পুরী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিশ্বজিৎবাবু। ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, না কি এটি দুর্ঘটনা– পুলিশ তা তদন্ত করে দেখছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন