সৌদীপ ভট্টাচার্য : উত্তর ২৪ পরগনার বারাসতে কালীপুজো দেখতে এসে সাংবাদিকদের কাছে রাজ্য সরকারের তুমুল সমালোচনা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার রাতে বারাসতের কেএনসি রেজিমেন্টের পুজোমন্ডপ দর্শন করতে আসেন অগ্নিমিত্রা।
পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সম্পর্কে অভিযোগ করেন যে, এই দলের সদস্য হতে গেলে তাকে চোর হতে হবে। নিচুতলা থেকে উপরতলা প্রত্যেকেই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত। গত ১২ বছরে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজ্যের বিভিন্ন স্কুলে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। কাদের কাছে ছেলেমেয়েদের পড়তে পাঠাবেন ? দান, খয়রাতিতে ভুলবেন না। মানুষের ভয় ভাঙছে। বাকিরাও জেগে উঠুন। নাহলে কাল আপনার ঘরেও এর প্রভাব পরবে।
এদিন অগ্নিমিত্রা আরও অভিযোগ করেন, কেন্দ্র সরকারের দেওয়া ১০০ দিনের টাকা নিয়ে অনিয়ম করা হয়েছে। মানুষকে কাজে না লাগিয়ে জেসিবি দিয়ে কাজ করিয়ে মানুষের নামে টাকা তোলা হয়েছে। এই রাজ্য সরকার চায় না, রাজ্যের বেকার যুবক–যুবতীরা চাকরি পান। সরকার চায়, বেকাররা সরকারের দান, ভাতার উপর নির্ভর করে থাকুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন