Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১২ অক্টোবর, ২০২২

৯ ফুটের পাইথন উদ্ধার

9-feet-python-rescued

সমকালীন প্রতিবেদন : কৃষিজমি থেকে বিশালাকার পাইথন উদ্ধার করল বনদপ্তর। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


জানা গেছে, পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের পুস্তি অঞ্চলের হেঁসলা গ্রামে বুধবার সকালে এই পাইথনটির দেখা মেলে। এলাকার বাসিন্দা অমিতাভ সিংহের চাষের জমির ভেতরে এই পাইথনটি ছিল। এদিন কৃষকেরা জমিতে চাষের কাজ করতে গেলে পাইথনটিকে দেখতে পান।


মনে করা হচ্ছে, প্রায় ৯ ফুট লম্বা পাইথনটি খাবারের সন্ধানে ওই জমিতে ঢুকেছিল। কিন্তু তারের বেড়ার জালে আটকে যায় সে। কৃষকেরা তা দেখতে পেয়ে বন দপ্তরে খবর দেন। পরে বন দপ্তরের কর্মীরা এসে পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যান। পাইথনটিকে পরে ঝালদার খামার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন