শম্পা গুপ্ত : বাড়িতে ধমক খেয়ে অভিমানে বাড়ি ছেড়ে ভিনরাজ্য এসে হাজির হয়েছিন দুই নাবালিকা। অবশেষে রেল সুরক্ষা বাহিনীর কর্মীরা ওই দুই নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দিলেন।
আরপিএফ সূত্রে জানা গেছে, দুই নাবালিকার একজনের বয়স ১৫ এবং অন্যজনের বয়স ১৭ বছর। তাদের বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার জামশেদপুরে। রবিবার সকালে তাদেরকে পুরুলিয়া স্টেশনে বসে থাকতে দেখে সন্দেহ হয় রেল সুরক্ষা বাহিনীর কর্মীদের।
তখন তারা ওই দুই নাবালিকার সঙ্গে কথা বলে জানতে পারেন যে, বাড়িতে বাবা–মায়ের কাছে বকা খেয়ে তারা দুজন অভিমানে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পরে। বাড়ি থেকে বেরিয়ে তারা ট্রেনে করে প্রথমে আদ্রা স্টেশনে এসে পৌঁছায়।
আদ্রা থেকে তারা ফের ট্রেনে করে পুরুলিয়া স্টেশনে এসে পৌঁছায়। কিন্তু সেখান থেকে তারা কোথায় যাবে, তা বুঝতে পারছিল না। আর সেই কারণে তারা পুরুলিয়া স্টেশনে বসে ছিল। আর তখনই আরপিএফদের নজরে পরে তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন