Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

মহিলা ঢাকিদের তালে নাচবেন আদিবাসী মহিলারা

 

Tribal-women-will-dance

সমকালীন প্রতিবেদন : ‌এবারের দুর্গাপুজোয় মহিলা ঢাকিদের ঢাকের তালে পা মেলাবেন আদিবাসী মহিলারা। সঙ্গে নানা নাচের ধরন। পুজোর মুখে এখন উত্তর ২৪ পরগনার অশোকনগরে তারই প্রশিক্ষণ চলছে জোর কদমে।

করোনার কারণে গত দু বছর ঢাকিদের চাহিদা ছিল কম। কারণ, অনেক জায়গাতেই পুজোর আয়োজন হয়েছে একেবারে ছোট করে। এবছর পরিস্থিতির বদল ঘটেছে। এবছর অনেক জায়গাতেই পুরনো ছন্দে পুজোর আয়োজন হচ্ছে।



আর পুজো মানেই ঢাকের শব্দ। সেক্ষেত্রে এবারে মহিলা ঢাকিরাও ডাক পেয়েছেন অনেক পুজো মন্ডপে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দিল্লি থেকেও বায়না এসেছে। এবছর নতুনত্ব আনতে মহিলা ঢাকিদের সঙ্গে নৃত্যের তালে পা মেলাবেন আদিবাসী মহিলারা।


শুধু তাই নয়, বাজনাকে আরও আকৃষ্ট করে তুলতে কলসি মাথায় নিয়ে, ঢাকের উপর দাঁড়িয়ে ঢাক বাজাবেন মহিলা ঢাকিরা। এখন তারই জোর প্রস্তুতি চলছে অশোকনগরের নট্টপাড়ায়। পুজোর সময় রাজ্যের নানা পুজো মন্ডপ মাতিয়ে তুলতে এখন প্রস্তুত হচ্ছেন এলাকার ১৫০ জন মহিলা ঢাকি।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন