সমকালীন প্রতিবেদন : ফেসবুক লাইভে এসে আর পণ্য বিক্রি করা যাবে না। সম্প্রতি এব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে মেটা সংস্থা। আর এই খবরে বিশ্বজুড়ে হইচই পরে গেছে। এর ফলে ফেসবুক লাইভের মাধ্যমে যারা তাঁদের পণ্য বিক্রি করে অর্থ উপার্জনের সঙ্গে যুক্ত রয়েছেন, এমন লক্ষ লক্ষ ব্যবসায়ীর মাথায় হাত পরেছে।
ঘরে বসে ফেসবুককে মাধ্যম করে প্রচুর মানুষ তাঁদের ফলোয়ারদের কাছে নিজেদের পণ্য উপস্থাপন করে তা বিক্রির ব্যবস্থা করেন। বিশেষ করে মহিলারা এই কাজে বেশি যুক্ত থাকেন। করোনা পরিস্থিতির সময় থেকে এই প্রবণতা অনেকাংশে বেড়ে গেছে।
আর এই পরিস্থিতিতে ফেসবুক তথা মেটার পক্ষ থেকে এমন ঘোষণা স্বাভাবিকভাবেই মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী ১ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকরী হচ্ছে।
জানা গেছে, ফেসবুকে বর্তমানে রিলস দেখতে বেশি আগ্রহী সোস্যাল মিডিয়ার দর্শকেরা। আর তাঁদের কথা মাথায় রেখেই নতুন এই সিদ্ধান্ত ফেসবুক তথা মেটা কর্তৃপক্ষের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন