Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি পদ নিয়ে নতুন জল্পনা

Next-BCCI-president-post

দেবাশীষ গোস্বামী : ‌‌ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি পদে বসা নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে নাকি সৌরভ গাঙ্গুলীকে পুনরায় তিন বছর দেখা যাবে বলে মনে করা হলেও ভারতীয় ক্রিকেট মহলে তা নিয়ে এখন প্রশ্ন‌ ঘোরাফেরা করছে। 

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মত, বিসিসিআইও রাজনীতি  মুক্ত নয়।রাজনীতির কারণে বিসিসিআইয়ের সভাপতি পদে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শা কে বসানোর চেষ্টা চলছে। তিনি বর্তমানে বিসিসিআইয়ের সচিব পদে রয়েছেন। 

শোনা যাচ্ছে, বিজেপি শাসিত  সমস্ত রাজ্য‌ই জয় শাকে বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হিসেবে চাইছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে গত তিন বছরে যত ভাল কাজ হয়েছে, তা জয় শায়ের কৃতিত্ব বলে মনে করছে তারা। 

সেই কারণেই জয় শায়ের দিকে পাল্লা ভারী। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই বিবাদের মিমাংসা খুব শীঘ্রই করতে হবে। সৌরভ গাঙ্গুলী এবং জয় শায়ের বর্তমান বোর্ডের মেয়াদ এই সেপ্টেম্বরেই শেষ হবে। 

এও শোনা যাচ্ছে, যদি জয় শা পরবর্তী সভাপতি হয়, সেক্ষেত্রে সৌরভ গাঙ্গুলীকে পরবর্তী আইসিসির চেয়ারম্যান হিসেবে দেখা যেতে পারে। কারণ, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা বা আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্ৰেগ বার্কলের মেয়াদ আগামী নভেম্বর মাসে শেষ হচ্ছে। 

যদিও নিউজিল্যান্ডের গ্ৰেগ বার্কলে আরও একবার অর্থাৎ আগামী ২ বছর এই পদে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। সেক্ষেত্রে, আগামী নভেম্বরে সৌরভ গাঙ্গুলীকে নির্বাচনের সম্মুখীন হতে হবে। তবে ১৬ সদস্য বিশিষ্ট আইসিসি কাউন্সিলে ভারতের জয়ের সম্ভাবনা বেশি। কারণ, যে যাই বলুক, ক্রিকেট বিশ্বে ভারত‌ই এখন সুপার পাওয়ার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন