সমকালীন প্রতিবেদন : জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম শেখর দাস। শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গাইঘাটার চাঁদপাড়া এলাকার বাসিন্দা শেখর দাস নামে ওই ব্যক্তি বিশেষ কাজে এদিন দুপুরে গাইঘাটার দিক থেকে সাইকেল চালিয়ে হাবড়ার দিকে যাচ্ছিলেন। যশোর রোড ধরে যাওয়ার সময় হাবড়া থানার জয়গাছি এলাকায় পৌঁছানোর পর দুর্ঘটনার কবলে পরেন তিনি।
যশোর রোডের এক পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি দ্রুত গতির দুধের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারলে তিনি রাস্তার উপরে পরে যান। আর তারপরই ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে যান তিনি।
ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে হাবড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির নাম, পরিচয় উদ্ধার হবার পর তাঁর পরিবারকে এই ঘটনার কথা জানানো হয়। পুলিশ ঘাতক ট্রাক সহ ট্রাকের চালক এবং সহকারীকে গ্রেপ্তার করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন