Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

‌স্কুল চলাকালীন ছাদে বোমা বিস্ফোরণ

Bomb-explosion-on-school-roof

সৌদীপ ভট্টাচার্য : স্কুল চলাকালীন স্কুলের ছাদের উপর প্রচন্ড শব্দে বোমা বিষ্ফোরনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার টিটাগড় এলাকায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পরেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা। খবর পেয়ে এলাকায় হাজির হয় পুলিশ।

পুলিশ এবং স্কুল সূত্রে জানা গেছে, শনিবার সকালে টিটাগর স্টেশন সংলগ্ন ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে তখন ক্লাস চলছিল। দ্বিতীয় পিরিয়ড চলাকালীন হঠাৎই বিকট শব্দে কেপে ওঠে গোটা স্কুল। পরে বোঝা যায় বোমাটি স্কুলের ছাদের উপর পরেছে।

স্কুলের সহ শিক্ষক খালিদ তনভির জানান, ছাদের দরজা সবসময় বন্ধ থাকে। ফলের স্কুলের কোনও পড়ুয়া ছাদে যাওয়ার প্রশ্ন ওঠে না। আর তাই মনে করা হচ্ছে স্কুলের বাইরে অন্য কোনও উঁচু জায়গা থেকে বোমাটি স্কুলের ছাদে ফেলা হয়েছে।


কারা, কি কারণে এই বোমা ফেললো তা বোঝা যাচ্ছে না। খবর পেয়ে স্কুলে এসে পৌঁছান পুরসভার উপপুরপ্রধান মহম্মদ জলিল। তিনি জানান, এমন ঘটনা আগে কখনও শুনি নি। কারা এমন ঘটনা ঘটালো, পুলিশ তা খতিয়ে দেখছে। 


 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন