সমকালীন প্রতিবেদন : বনগাঁয় জাল নথি তৈরি চক্রের আরও এক পান্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম সমীর দাস। তার বাড়ি বনগাঁ থানার রামকৃষ্ণপল্লী এলাকায়। ধৃতকে শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
বনগাঁ আদালতের সরকার পক্ষের আইনজীবী অসীম দে জানান, গত ২৫ আগস্ট বনগাঁর বাটা মোড় এলাকা থেকে এক বাংলাদেশি মহিলা সহ বিদ্যুৎ সরকার নামে এক ব্যক্তিকে আটক করে বনগাঁ থানার হাতে তুলে দেয় সীমান্ত রক্ষী বাহিনীর ১৫৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা।
বনগাঁ থানার পুলিশ বিদ্যুতের বিরুদ্ধে জাল নথি তৈরির মামলা দায়ের করে বনগাঁ আদালতে তোলে। বিচারকের নির্দেশে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই জাল নথি তৈরি চক্রের সঙ্গে যুক্ত আরও একজনের নাম পায়। সেইমতো বৃহস্পতিবার রাতে বনগাঁর রামকৃষ্ণপল্লী এলাকা থেকে সমীর দাসকে গ্রেপ্তার করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন