সমকালীন প্রতিবেদন : বনগাঁ মহকুমায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফলে কিছুটা হলেও চিন্তিত প্রশাসন। পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখতে পথে নামলেন বনগাঁর মহকুমা শাসক। শুক্রবার তিনি শহরের বিভিন্ন নিকাশী নালার পরিস্থিতি খতিয়ে দেখেন।
গত কয়েক বছর ধরেই উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটছে। বিশেষ করে হাবড়া, অশোকনগর এলাকায়। বনগাঁ মহকুমাতেও আক্রান্তের ঘটনা ঘটছে। সরকারি হিসেব অনুসারে, এই মুহূর্তে বনগাঁ মহকুমা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২ জন।
এর পাশাপাশি, এই মরসুমে মহকুমায় এপর্যন্ত ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। রাজ্যের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় প্রতি বছরই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা থাকে উল্লেখযোগ্য স্থানে। ইতিমধ্যেই এব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
আর এক্ষেত্রে বনগাঁ মহকুমায় যাতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কোনওভাবেই উল্লেখযোগ্য হারে না বাড়ে, গোটা বিষয়টি যাতে নিয়ন্ত্রনে থাকে, তারজন্য তৎপরতা শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মহকুমা শাসক প্রেমবিভাস কাঁসারী।
এব্যাপারে মহকুমা শাসক জানান, বনগাঁ মহকুমা কিম্বা বনগাঁ শহরে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের ঘটনা উদ্বেগজনক নয়। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এব্যাপারে সতর্ক রয়েছেন। কোনও জায়গায় যাতে অকারণে জল জমে না থাকে, তা দেখা হচ্ছে। পাশাপাশি, নিকাশী ব্যবস্থা যাতে ঠিক থাকে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন