Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২০ আগস্ট, ২০২২

চোর সন্দেহে যুবককে বেঁধে রাখা হল বিদ্যুতের খুঁটিতে

 ‌

The-young-man-was-tied-up-on-suspicion-of-being-a-thief

সমকালীন প্রতিবেদন : ‌সবজি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল চোর। আর তারপর চলল গণধোলাই। এরপর বেশ কিছুক্ষণ বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয় ওই চোরকে। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে যায়। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে বনগাঁ থানার চাঁদা বাজারে।

স্থানীয় হাটের সবজি ব্যবসায়ীরা জানান, গত একমাস ধরে হাটের দোকানগুলি থেকে বিভিন্ন সবজি চুরি হয়ে যাচ্ছিল। কিন্তু কে চুরি করছে, তা ব্যবসায়ীরা বুঝতে পারছিলেন না। শনিবার এক যুবককে বেশকিছু সবজি নিয়ে বেরিয়ে যেতে দেখেন হাটের ব্যবসায়ীরা।


এরপর ওই যুবককে আটকে হাতের ব্যাগ পরীক্ষা করে দেখা যায়, তারমধ্যে কচুরমুখি রয়েছে। ব্যবসায়ীরা বুঝতে পারেন, ওই যুবক এই সবজিগুলি চুরি করে পালাচ্ছিল। ব্যবসায়ীদের সন্দেহ, এই যুবকই এতোদিন ধরে সবজি চুরি করছিল।


এরপরই ক্ষুব্ধ ব্যবসায়ীরা ওই যুবককে মারধোর শুরু করেন। পরে তাকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পাশাপাশি খবর দেওয়া হয় বনগাঁ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 






 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন