সমকালীন প্রতিবেদন : বন্ধ ঘর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগাঁর রেলবাজার সাহাপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম দীপক দে (৫৭)। কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা জানতে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূত্রে দীপক দে এর ছেলে বনগাঁর বাইরে থাকেন। বাড়িতে একাই থাকতেন তিনি। চাঁপাবেড়িয়া এলাকায় ওই বৃদ্ধের একটি সাইকেল দোকান রয়েছে। বাড়ি থেকে নিয়মিত দোকানে যাতায়াত করতেন।
অন্যান্য দিনের মতো সোমবারও দোকান থেকে এসে খাওয়া দাওযা করে শুতে যান। কিন্তু সন্ধে হয়ে গেলেও তিনি ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাঁকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু তাঁর কোনও সাড়া না মেলায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
পুলিশ এসে ওই বৃদ্ধকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। আপাতত এই ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে নথিভূক্ত করেছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন