Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৬ আগস্ট, ২০২২

রাজ্য ক্রীড়ায় সোনা জয় পুরুলিয়ার গীতা মাহাতোর

 ‌

State-sports

শম্পা গুপ্ত : রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় সোনার পদক পেল পুরুলিয়ার মেয়ে গীতা মাহাতো। কলকাতা সাই ক্যাম্পে অনুষ্ঠিত ৭০ তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৮ বালিকা বিভাগে ৩০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় এই পদক অর্জন করল পুরুলিয়ার ১ নম্বর ব্লকের মাহালিট্যাড় গ্রামের মেয়ে গীতা।

গীতার প্রশিক্ষক, পুরুলিয়ার ক্রীড়া শিক্ষক গৌতম চ্যাটার্জি জানিয়েছেন, আজ এই রাজ্য স্তরের প্রতিযোগিতায় পুরুলিয়ার মেয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছে, তাতে আমরা গর্বিত।  

এবার প্রত্যেকটি জায়গাতেই ইভেন্টগুলিকে ভাগ করা হয়েছে। আজ ৩০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অন্যান্য জেলাকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করল পুরুলিয়ার মেয়ে গীতা মাহাতো। 

এর আগেও রাজ্যস্তরের প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে গীতা। তার পুরস্কারের খবরে আনন্দিত জেলার সর্বস্তরের মানুষ। গীতা ১১.৪৮ সেকেন্ডে তার এই দৌড় সম্পন্ন করেছে। পুরুলিয়ার মানভূম চিরাং সংস্থার হয়ে রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সে। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন