শম্পা গুপ্ত : ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল পরিচারিকার রক্তাক্ত মৃতদেহ। পাশাপাশি, বাড়ির গৃহকর্ত্রীকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হল। আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার বিকেলে পুরুলিয়ার দর্জিপাড়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পুরুলিয়া শহরের দর্জিপাড়া এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি রয়েছে। এদিন বিকেলে ওই বাড়ি থেকে পার্বতী বাদ্যকর (৫৩) নামে ওই বাড়ির পরিচারিকার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁর বাড়ি শহরের পোকাবাঁধ পাড়ায়।
একই সঙ্গে ওই বাড়ির কর্ত্রীকে রক্তাক্ত, আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান খুন করার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা এই আক্রমণ চালিয়েছে। পুলিশ জানতে পেরেছে, ওই বাড়িতে কয়েকদিন ধরে কাঠমিস্ত্রি কাজ করছিল।
ঘটনার পর থেকে পলাতক ওই কাঠমিস্ত্রিরা। পুলিশের সন্দেহে তীর তাদের দিকে। মনে করা হচ্ছে, সম্পত্তির লোভে এই হামলা চালানো হয়েছে। ওই বাড়ি থেকে কোনও সম্পদ খোয়া গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদেরর জন্য পুলিশ একজনকে আটক করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন