Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২২ আগস্ট, ২০২২

প্রচুর বিদেশি পাখি উদ্ধার

 ‌

Many-foreign-birds-are-rescued

সমকালীন প্রতিবেদন : বাংলাদেশ থেকে এদেশে পাচার করা প্রচুর বিদেশি পাখি উদ্ধার করল উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার পুলিশ। বিশেষ নাকা চেকিং এর সময় এই পাখিগুলি ধরা পরে। এই ঘটনায় এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে কলকাতা বাসন্তী হাইওয়ের মালঞ্চ দক্ষিণ ঘরের কাছে নাকা চেকিং চালাচ্ছিলেন মিনাখাঁ থানার পুলিশ আধিকারিকেরা। সেই সময় একটি গাড়ি থেকে প্রচুর বিদেশি পাখি উদ্ধার হয়।


এই ঘটনায় ওই গাড়ির চালক রফিকুল গাজিকে গ্রেপ্তার করা হয়। গাড়ি থেকে উদ্ধার হয় ৩ ধরনের মোট ২৫ টি বিদেশি প্রজাতির মূল্যবান পাখি। ধৃত ব্যক্তির বাড়ি মিনাখাঁর চৈতল এলাকায়। পুলিশি জেরায় ধৃত ব্যক্তি জানায়, বাংলাদেশের এক এজেন্টের কাছ থেকে সে পাখিগুলো সংগ্রহ করেছিল। 


এরপর সেগুলিকে কলকাতায় নিয়ে যাচ্ছিল সে। আটক পাখিগুলির মূল্য কয়েক লক্ষ টাকা। উদ্ধার হওয়া পাখিগুলি পরে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। পাখিগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে। এই চক্রে আর কারা কারা জড়িত, পুলিশ তা জানার চেষ্টা করছে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন