Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

‌ভারতভুক্তির দিনকে স্মরণ বনগাঁর আইনজীবীদের

Commemoration-of-India-Accession-Day

সমকালীন প্রতিবেদন : ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও সেইসময় বনগাঁ মহকুমাকে যশোর জেলার অর্ন্তভূক্ত করা হয়। আর তারই প্রতিবাদে গর্জে ওঠেন বনগাঁর মানুষ। সেই খবর দিল্লি পর্যন্ত পৌঁছে যায়।

অবশেষে সীমানা ভাগের দায়িত্বে থাকা র‌্যাডক্লিফ সাহেব সেই ম্যাপ সংশোধন করে বনগাঁকে পূর্ব পাকিস্তানের বদলে ভারতের অর্ন্তভূক্ত করেন। ১৭ আগস্ট রেডিও মারফত সরকারিভাবে সেই ঘোষণা করা হয়।

আর তারপর ১৮ আগস্ট সকালে বনগাঁ আদালত চত্ত্বরে নতুন করে স্বাধীন ভারতের পতাকা তোলা হয়। ফলে ১৮ আগস্ট দিনটি বনগাঁ মহকুমার মানুষের কাছে আলাদা আবেগের দিন। গত কয়েক বছর ধরে এই দিনটিকে স্মরণ করে আসছেন বনগাঁর আইনজীবীরা।


এবছরও আজকের দিনে বনগাঁ আদালত চত্ত্বরে জাতীয় পতাকা তুললেন বনগাঁর আইনজীবী এবং ল'ক্লার্করা। এবছর আইনজীবীদের পক্ষ থেকে আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আইনজীবীরা নিজেরাই নানা অনুষ্ঠান উপস্থাপন করেন। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন