সৌদীপ ভট্টাচার্য : গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৪ বালক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকায়। নিখোঁজ বালকদের নাম শম্ভু রাম, জিতু চৌধুরী, সৌরভ প্রসাদ এবং গৌতম প্রসাদ। তারা প্রত্যেকেই জগদ্দল থানার পূর্বাশা রেল কলোনীর বাসিন্দা।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২ টো নাগাদ এই ৪ নাবালক বন্ধু জগদ্দলের ৪ নম্বর বিচুলিঘাট গঙ্গার ঘাটে স্নান করতে নামে। তাদের প্রত্যেকের বয়স ১১ থেকে ১৫ বছর বয়স। তারা স্নান করতে নামার পরেই জোয়ার চলে আসে।
আর এর ফলেই তারা গঙ্গায় তলিয়ে যায়। স্নান করতে নামার আগে তারা তাদের মোবাইল এবং অন্যান্য নথি ঘাটে রেখে যায়। আর সেগুলি দেখেই বালকদের বাড়ির লোকেদের কাছে খবর পাঠানো হয়। খবর পেয়ে পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছান।
তাঁদের অভিযোগ, দীর্ঘক্ষণ কেটে গেলেও পুলিশ বালকদের সন্ধনে ডুবুরি নামানোর ব্যবস্থা করে নি। স্থানীয় বিধায়ক এলাকায় পৌঁছালে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। পুলিশের দাবি, জোয়ার থাকায় জুবুরি নামাতে দেরি হয়। পরে বালকদের সন্ধানে ডুবুরিদের দুটি দলকে নামানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন