সমকালীন প্রতিবেদন : কুসংস্কারের বলি হলেন এক গৃহবধূ। সাপে কামড়ানোর পরেও গৃহবধূকে হাসপাতালের বদলে নিয়ে যাওয়া হয়েছিল ওঝার বাড়িতে। আর তাতেই যা বিপদ হওয়ার হল। চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত মৃত্যু হল সুষমা রায় নামে ওই গৃহবধূর। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুরাতন বনগাঁ এলাকার ঘটনা।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের বাগানে কলার মোচা কাটতে গিয়েছিলেন ওই গৃহবধূ। এই সময় তাঁর পায়ে কিছু একটা কামড়ায় বলে বুঝতে পারেন তিনি। যন্ত্রনায় চিৎকার করতে থাকেন তিনি।
দাগ দেখে বাড়ির লোকেরা বুঝতে পারেন, ওই বধূকে সাপে কামড়েছে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে বাড়ির লোকেরা তাঁকে এলাকার এক ওঝার কাছে নিয়ে যান।
বেশ কিছুক্ষণ ধরে ঝাড়ফুঁক করার পর ওঝা জানান, ওই গৃহবধূর শরীরে কোনও বিষ নেই। তাই তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। ততক্ষণে কেটে গেছে বেশ কিছু সময়। পরে ওই বধূকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এব্যাপারে ওই ওঝা জানান, 'আমি ওই রোগীকে ওষুধ খাওয়ানোর পর তিনি কথা বলেন। আমি তার শরীরে কোনও বিষ পাই নি। তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলি। কিন্তু হার্টের সমস্যা থাকায় সেই কারণে তার মৃত্যু হয়েছে।'
সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে ওঝার বাড়িতে নিয়ে যাওয়ার এই প্রবণতা এখনও কিছু কিছু গ্রামাঞ্চলে রয়েছে। যার ফলে সুষমা রায়ের মতো সাপে কামড়ানো গৃহবধূদের অকালে প্রাণ হারাতে হচ্ছে। কবে এই সমাজ সম্পূর্ণ কুসংস্কার মুক্ত হবে, সেটাই এখন বড় প্রশ্ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন