Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৩০ জুলাই, ২০২২

ট্রেনের কামরা থেকে উদ্ধার গাঁজার প্যাকেট

 

Packet-of-rescue-ganja

শম্পা গুপ্ত : ট্রেনের কামরা থেকে উদ্ধার হল ৭ প্যাকেট গাঁজা। রেল সুরক্ষা বাহিনী উদ্ধার করল সেই মাদক। মনে করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে এগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। দক্ষিণ‌–পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়ার আদ্রা রেলস্টেশনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।


আরপিএফ সূত্রে জানা গেছে, শনিবার পুরী-আনন্দবিহার নন্দনকানন এক্সপ্রেস ট্রেনটিতে রুটিন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন আরপিএফ জওয়ানেরা। আর এই তল্লাশি চালানোর সম‌য়েই ট্রেনে থাকা একটি ব্যাগ উদ্ধার হয়। 


পরে সেই ব্যাগটি পরীক্ষা করে দেখার সময় ব্যাগের মধ্যে ৭ প্যাকেট উদ্ধার হয়। প্যাকেটগুলি খুলে দেখা যায়, তারমধ্যে গাঁজা রয়েছে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ১০ কিলো ২৬০ গ্রাম। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয় নি।


আরপিএফের এক আধিকারিক জানিয়েছেন, আরপিএফের এসআই প্রতীক মন্ডল এবং অন্যান্য সদস্যরা আদ্রা ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই ট্রেনের মধ্যে সবুজ রঙের একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করেন। আর তারমধ্যেই এই গাঁজাগুলি পাওয়া যায়। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন