দেবাশীষ গোস্বামী : আজ দিল্লিতে ঘোষিত হল ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারের ঘোষিত পুরস্কারে দেখা যাচ্ছে দক্ষিণী সিনেমার জয় জয়জয়কার। সেরা ছবি নির্বাচিত হয়েছে দক্ষিণী ছবি সুরারাই পোত্রু। জনপ্রিয় ছবি নির্বাচিত হয়েছে হিন্দি ছবি তানহা জি।
সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন দুজন অজয় দেবগন ও সুরিয়া। সেরা অভিনেত্রী বালা মুরালি। সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন মালায়ালাম ছবির জন্য সচ্চিদানন্দ কে আর। সেরা বাংলা ছায়াছবি নির্বাচিত হয়েছে, অর্জুন চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায় অভিনীত অভিযাত্রিক ছায়াছবিটি। এই ছবিটি পরিচালনা করেছেন শুভজিৎ মিত্র।
বাংলা ছবির জন্য একমাত্র যে পুরস্কারটি পাওয়া গেছে সেটাই হলো সেরা সিনেমাটোগ্রাফি জন্য। এই পুরস্কারটিও শুভজিৎ মিত্র পরিচালিত অভিযাত্রী ছায়াছবির জন্যই পাওয়া গেছে। শুধু পুরস্কারের ক্ষেত্রেই নয়, বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে ডাবিং করা দক্ষিণের সিনেমাগুলি সারা ভারতে বেশ জনপ্রিয় হচ্ছে। এক্ষেত্রে হিন্দি ছবি ক্রমাগত পিছিয়ে পড়ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন